মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন

বাঘায় প্রতিবন্ধীর মুখে হাসি ফুটালো সমাজসেবা অধিদপ্তর।

মোঃ মোস্তাফিজুর রহমান,বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ / ১৮৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

রাজশাহীর বাঘায় চারজন প্রতিবন্ধীকে ঋণ সহায়তা দেয়া হয়েছে। বুধবার(১২ ডিসেম্বর) দুপুওে উপজেলা সমাজসেবা কার্যালয়ে এ ঋণ সহায়তা প্রদান করে উপজেলা সমাজসেবা অধিদপ্তর।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমাজসেবা অধিদপ্তর প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সরকার অনুদান/ঋণ নীতিমালা অনুযায়ী কল্যাণ তহবিল হতে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও পুর্নবাসনের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ সহায়তা প্রদানের ব্যবস্থা করেছেন। সেই ধারাবাহিকতায় উপজেলা সমাজসেবা অধিদপ্তর চারজন প্রতিবন্ধীর মাঝে ৮২ হাজার ৯৪০ টাকা ক্ষুদ্র ঋণ সহায়তা প্রদান করা হয়।
 তারা হলেন, উপজেলার আড়পাড়া গ্রামের  হারান আলী,  জোতকাদিরপুর গ্রামের  রফিকুল ইসলাম , বেংগাড়ীর  গ্রামের উজ্জল আলী ও ব্রামনডাঙ্গা গ্রামের  রাশিদা বেগম।
 ঋণ সহায়তা পেয়ে হাসি মুখে রাশিদা বেগম বলেন, ঋনের টাকা দিয়ে তিনটি ছাগল ক্রয় করবো। আল্লাহ তালা রহমত করলে এ থেকে সাবলম্বী হবো ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাফিজ শরিফ ও উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতানসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর