শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চল বন্যার পানিতে ১০ জনের মৃত্য; দুর্ভোগ চরমে।

আন্তর্জাতিক ডেস্কঃ / ২৩০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলে বন্যার প্রভাবে অন্তত ১০ জন মানুষের মৃত্যু হয়েছে। পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর ইস্ট লন্ডনে গত এক সপ্তাহের বন্যায় অন্তত ১০ জনের মারা গেছে। গৃহহীন হয়েছেন শত শত মানুষ এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় গণমাধ্যমগুলো।

উপকূলীয় অঞ্চলগুলোতে বেশিরভাগ নদীর পানি বিপদ সীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। ব্যাহত হচ্ছে  যান চলাচল। বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান।সবমিলে দুর্ভোগ চরমে।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ডান্টসেন টাউন এলাকাটি। পরিবেশবিদরা এমন বন্যা পরিস্থিতির জন্য জলবায়ুর ক্ষতিকর প্রভাবকে দায়ী করছেন। এদিকে বিশেষজ্ঞরা জানিয়েছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবেই দেশটির পূর্বাঞ্চল বার বার খড়া ও ভয়াবহ বন্যার সম্মুখীন হচ্ছে।

তারা বলছেন,জলবায়ু পরিবর্তনের প্রভাবে আফ্রিকা মহাদেশ সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির ঝুঁকিতে রয়েছে। আফ্রিকার দেশগুলো প্রতি বছরই বন্যা কিংবা অতি খরার কবলে পড়ছে। ধ্বংস হচ্ছে আবাদি জমির ফসল। এ জন্য তীব্র খাদ্য সংকট দেখা দিচ্ছে।

এদিকে,দেশটির আবহাওয়া অধিদপ্তর ২০১৯ সালে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহন করেছিলো। এ পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে আবহাওয়ার বিপর্যয়ে খবর দ্রুত পৌঁছানো ও সে অনুযায়ী সিন্ধান্ত গ্রহন করা। মানুষের জীবন রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনসহ ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধার ও সহায়তা প্রদান করা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর