রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌর এলাকার পাঁচন্দর উত্তরপাড়া গ্রামের মৃত ফাইজুদ্দিনের কন্যা ফেরদৌসী বেগমের দখলীয় সম্পত্তি জোরপুর্বক দখলে মরিয়া হয়ে উঠেছে পাঁচন্দর ইউপির ডাঙ্গাপাড়া গ্রামের মৃত গোল মোহাম্মদের পুত্র ভুমিদস্যু দালাল
সাজ্জাদ আলী বাহিনী। এ ঘটনায় ২০২১ সালের ২৮ ডিসেম্বর আইনি সহায়তা চেয়ে ফেরদৌসী বেগম বাদি হয়ে সাজ্জাদ আলী গং কে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তার(ইউএনও)কাছে লিখিত অভিযোগ করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার ভুমিদস্যু দালাল সাজ্জাদ আলী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার দলবল নিয়ে সেখানকার বেড়া ভেঙ্গে টমেটোর গাছ উপড়ে ফেলে তাদের জায়গা ছেড়ে দেবার হুমকি দিয়েছে। এসময় ফেরদৌসী বাধা দিতে গেলে তাকে মারধর ও তার শ্লীলতাহানি করা হয়েছে।
জানা গেছে, উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার ৭০ নম্বর পাঁচন্দর মৌজায়, খতিয়ান নম্বর আরএস ৩৭১, প্রস্তাবিত ১৫২৩ ও হোল্ডিং ১৫৭১, শ্রেণী ভিটা, যাহার নামজারী কেস নম্বর ২৫-৩৯-১/২০১৩-১৪ ও তারিখ ২০/০৪/২০১৪। উক্ত সম্পত্তি মৃত সাজ্জাদ আলীর পুত্র মোজাম্মেল হক ও এনামুল হকের কাছে থেকে ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন ফেরদৌসী বেগম।
সম্প্রতি ভুমিদস্যু চক্র সাজ্জাদ আলী উক্ত সম্পত্তি থেকে ফেরদৌসীকে উচ্ছেদ করতে নানা অপতৎপরতা শুরু করেছে। এমনকি সম্পত্তি থেকে স্বেচ্ছায় সরে না গেলে প্রাণনাশসহ তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে তাদের এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছে দালাল সাজ্জাদ আলীর বাহিনী। ফলে হতদরিদ্র পরিবারটি চরম নিরাপত্তা হীনতায় মানবেতর জীবনযাপন করছে। অথচ পাশেই মুন্ডুমালা পুলিশ তদন্তকেন্দ্র থাকলেও তারা কোনো সহায়তা পাচ্ছে না বরং পুলিশ সাজ্জাদের পক্ষ নিয়েছে বলেও অভিযোগ রয়েছে।
এদিকে স্থানীয়রা ভুমিদস্যু দালাল সাজ্জাদ আলী বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে জানতে চাইলে মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান জানান, ক্রয়সুত্রে সম্পত্তির মালিক ফেরদৌসী বেগম তাদের সেখানে ঘর তৈরীর অনুমতি দেয়া হয়েছে, কিন্ত্ত তারা অসহায় বলে প্রতিপক্ষ তাদের ওপর অবিচার করছে। এবিষয়ে জানতে চাইলে সাজ্জাদ আলী সাংবাদিকগণের কাছে কোনো কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন।