সিরাজগঞ্জের তাড়াশে মাধাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সরকার।
১২ জানুয়ারি বুধবার নির্বাচন অফিসে নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার উজ্জল কুমারের নিকট এ মনোনয়নপত্র দাখিল করা হয়।
জানা যায়,মাধাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব আওয়ামীলীগ কেন্দ্রীয় অফিস থেকে দলের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত দলীয় মনোনয়ন নিয়েই তিনি নৌকা প্রতীক চেয়ে এ মনোনয়নপত্র উপজেলার দলীয় নেতা কর্মীদের সাথে করে জমা দিয়েছেন।
এদিকে জানা গেছে,ইউনিয়নের আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সরকারের আগে এই ইউনিয়নের উপ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ কেন্দ্রীয় অফিস থেকে দলের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র পেয়েছিলেন। কারনবশত নির্বাচন হয়নি। তখন থেকে ইউনিয়ন বাসীর সাথে কাজ করে জনগনকে হৃদয়ে স্থান করে নিয়েছেন।
বর্তমানে তিনি দলীয় মনোনয়নপত্র না পেয়ে জনগনের ভালবাসার টানে ভোটারবৃন্দদের সাথে নিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক চেয়ে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র জমা দেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার উজ্জল কুমার মোবাইল ফোনে বলেন, আজকে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। বিকাল ৫ টা পর্যন্ত সময় আছে। এখন প্রায় ৪ টা বাজে। এ পর্যন্ত মাধাইনগর ইউনিয়ন থেকে ৫ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।