মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন

মাধবপুরের ফাতেমা তুজ জোহরা উভয় কূল হারালেন।

মোঃ নাহিদ মিয়া,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ / ১৭৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

হবিগঞ্জের মাধবপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে গিয়ে জেলা পরিষদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ফাতেমা তুজ জোহরা রীনা। আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে যান তিনি।
উপজেলার একমাত্র চেয়ারম্যান নারীপ্রার্থী ছিলেন ফাতেমা তুজ জোহরা (রীনা)। পঞ্চম ধাপের ইউপি’র নির্বাচনে ১০নং ছাতিয়াইন ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি।
শক্তিশালী বিদ্রোহী থাকায় দলীয় অধিকাংশ নেতাকর্মী নৌকা ছেড়ে বিদ্রোহী শহিদ উদ্দিনের আনারস প্রতীকে প্রচারণায় ছিলেন। ফাতেমা তুজ জোহরা
(রীনা) নৌকা প্রতীক নিয়ে ২ হাজার ৯০৩ ভোট পেয়ে তৃতীয় হন। বিগত জেলা পরিষদ নির্বাচনে তিনি সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত হন। ৫ম ধাপে নির্বাচনে তিনি ছাতিয়াইন ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে জেলা পরিষদ থেকে পদত্যাগ করেন।
অবশেষে দুই কূলই হারালেন। এই ইউনিয়নে ৪ হাজার ৪২ ভোট পেয়ে বিএনপির মিনহাজ উদ্দিন চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হন। নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী পেয়েছেন ৩ হাজার ৫৮০ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর