স্পোর্টস ডেস্কঃ শারিরীক ফিটনেস ও বর্তমানে তার ফর্ম নিয়ে নাজেহাল পোহাতে হচ্ছে ভারতের অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া।দেশের মাটিতে অনুষ্ঠিত নিউজিল্যান্ড সিরিজে দলে সুযোগ করে নিতে পাননি তিনি।
আগামী আইপিএলে অধিনায়কের দায়িত্ব নিয়ে খেলতে দেখা যাবে । কারণ আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি ঘরের ছেলেকে ক্যাপ্টেন করতে চায়-এমটাই ভারতীয় গণমাধ্যমের খবরে এ কথা বলা হচ্ছে। আর এই তথ্য সত্যি হলে তিনি প্রথমবারের মত আইপিএলে নিজের রাজ্যের ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হবেন।
টাইমস অফ ইন্ডিয়ার খবর মতে, আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি তার দলের নেতৃত্ব অলরাউন্ডার হার্দিকের কাছে হস্তান্তর করতে পারে পাশাপাশি এই দলে যোগ দিতে পারেন সানরাইজার্স হায়দরাবাদের সাবেক লেগ স্পিনার রশিদ খানও।
মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলের সবচেয় সফল দল অথচ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়া এবার পাণ্ডিয়াকে ধরে রাখেনি।
বেঙ্গালুরুতে আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারিতে আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে । সেদিনই আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি এই অলরাউন্ডারকে দলে যোগদান করাবেন বলে জানা গেছে। এদিকে আগেই জানা যায় আহমেদাবাদে প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে আশিস নেহরাকে।
১৫তম সংস্করণের আইপিএলে অংশ নেবে মোট ১০টি দল। গত মাসে দলগুলো তাদের পছন্দের সর্বোচ্চ চারজন খেলোয়াড়ের তালিকা আইপিএল ম্যানেজমেন্টের কাছে জমা দিয়েছেন।