বাংলাদেশ চলচ্চিত্র সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে শিল্পীদের মধ্যে বেশ উদ্দিপনা ও উচ্ছাস দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে দুটো প্যানেলে বিভক্ত হয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্যানেল দুটো হলো মিশা-জায়েদ পরিষদ ও ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ। এরা দুটো প্যানেলেই চমকপ্রদ প্রার্থী দেওয়ার কথা ভাবছে।
তবে মিশা-জায়েদ পরিষদের কার্য্যনির্বাহী কমিটিতে সদস্য হিসাবে নির্বাচন করবেন বলে জানা গেছে। কিন্তু সে গত নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করে হেরে গিয়েছিলেন। ঐ সময় একে অপরের বিরুদ্ধে কাদা ছড়াছড়ি করে মিশা-জায়েদের সাথে সম্পর্কের তিক্ততার সৃষ্টি হয়েছিল। সেই তিক্ত সম্পর্কের কথা ভূলে গিয়ে মৌসুমি এবার তাদের পরিষদের প্যানেলে নির্বাচন করছে। তবে এ ব্যাপারে মিশা-জায়েদ কিছু না বললেও মৌসুমির তরফ থেকে তাদের প্যানেল থেকে নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে চলচ্চিত্র বিশ্লেষকরা ধারনা করছে মিশা-জায়েদের সাথে তিক্ত সম্পর্ক ঘুচিয়ে মৌসুমির নির্বাচনে পিছনে অন্য কারন থাকতে পারে।যেমন গত বছর গুলশানের মৌসুমির ছেলে ফারদিনের রেষ্টুরেন্টে মাদকের ঝামেলা হয়েছিলো।সে সময় জায়েদ খাঁন তাদের পাশে দাঁড়িয়েছিলেন। এ কৃতজ্ঞতা থেকে বিরুপ সম্পর্কের কথা ভূলে তাদের সাথে নির্বাচন করছেন।শুধু এখানেই শেষ নয় সম্প্রতি একটি সিনেমায় জায়েদ খাঁন মৌসুমি ও ওমরসানি এক সাথে কাজ শুরু করেছে।