নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন শিশুসহ ১৯ জনের মৃত্যু হয়েছেন।
স্থানীয় সময় রোববার (৯ জানুয়ারি) সকাল ১১ টার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামসের বরাত দিয়ে বিবিসি ও সিএনএন জানিয়েছে, এ ঘটনায় আহত ৩২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।আহতদের মধ্যে ক’জনের অবস্থা আশঙ্কাজনক।
এরিক অ্যাডামস জানান আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৩ জন গুরুতর আহত হয়।
তিনি আরো বলেন,এটি নিউইয়র্ক সিটির জন্য একটি ভয়াবহ ও বেদনাদায়ক মুহূর্ত। এই আগুনের প্রভাব আমাদের বেদনা এবং হতাশা ডেকে আনবে।
নিউইয়র্কে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এ ঘটনায় শিশুসহ ১৯ জন নিহত হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানা যায়,নিউইয়র্ক সিটির ৩৩৩ পূর্ব ১৮১ নম্বর সড়কের ১৯ তলা ভবনের আবাসিক ভবনে আগুন লাগে। ভবনটির দ্বিতীয় এবং তৃতীয় তলার একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে সকাল সোয়া ১১টার সময় আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রায় ২’শ সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এ সময় তারা ৯ জন শিশুসহ ১৯ জন অগ্নিকাণ্ডে নিহতের বিষয়টি নিশ্চিত করেন। ফায়ার সার্ভিসের কমিশনার ডেনিয়েল নিগ্রো এই অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘নজিরবিহীন বলে আখ্যায়িত করেন।
তিনি আরোও বলেন অগ্নিকাণ্ডের ধোঁয়ায় ভবনটির প্রতিটি তলা আচ্ছন্ন হয়ে পড়ে। ধোঁয়ার কারণে মানুষের শ্বাসকষ্ট হয়েও অনেকের মৃত্যু হয়।
উল্লেখ্য,এর আগে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরের একটি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৮ শিশুসহ ১২ জনের মৃত্যু হয়েছিল।