যথাযথ মর্যাদায় বাগেরহাটের মোংলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১০ জানুয়ারি) মোংলায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন নানা কর্মসূচি পালন করেছে।
এ উপলক্ষে মোংলা আ’লীগ কার্যালয় সকাল ১১টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এদিন সকাল সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
মোংলা উপজেলা আ’লীগের সভাপতি বাবু সুনীল কুমার বিশ্বাস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইদ্রিস আলী ইজারদার।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, পৌর যুবলীগের সাধারন সম্পাদক শেখ আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত, পৌর স্বেচ্ছসেবকলীগের সাভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক নুর আলম (বাচ্চু) সহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা সকলকে এক হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। এ সময় বক্তারা আরোও বলেন, বাংলাদেশকে উন্নতি করতে হলে জাতির পিতার কর্ম ও ধারণ করতে হবে।