রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হয়ে কারাগার থেকে বিজয়ী হন চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান জামিনে মুক্ত হয়েছেন।
সোমবার (১০ জানুয়ারী) রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত জামিনে মুক্তি দেন তাঁকে ।
চতুর্থ ধাপের ২৬ ডিসেম্বর নির্বাচনের আগে আদালত কয়েকদফা তাঁর জামিন নামঞ্জুর করেন আদালত।ভোটের আগে তুফানকে দল থেকে বহিষ্কারও করে উপজেলা আওয়ামীলীগ।অবশেষে সোমবার রাজশাহীর জেলা ও দায়রা জজ আদালত তাঁকে জামিনে মুক্তি দেন।
নুর মোহাম্মদ তুফান জেলে থাকা অবস্থায় তাঁর স্ত্রী রোজিনা আকতারী পলি শত বাধা উপেক্ষা করে মানুষের মন জয় করে বাউসা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুর মোহাম্মদ তুফান (মোটরসাইকেল) প্রতীকে ৮ হাজার ১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে নৌকার প্রার্থী শফিকুর রহমান শফিক পেয়েছেন ৫ হাজার ৪২৮ ভোট।
এ বিষয়ে নুর মোহাম্মদ তুফানের স্ত্রী রোজিনা আকতারী পলি বলেন, এই বিজয় বাউসার মানুষের। তাঁরা ব্যালটের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে নীরব প্রতিবাদ জানিয়েছেন। আমার স্বামীকে ভোট থেকে সরাতে চেয়েছিল, জনগণ তাঁদের লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিয়েছে। তিনি সোমবার জামিনেও মুক্ত হয়েছেন।