সিরাজগঞ্জের কাজিপুরে রাস্তা প্রশস্তকরণ সহ পূর্নবাসন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ই জানুয়ারী (সোমবার) বিকেলে উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের আফজাল হোসেন মেমোরিয়াল কিন্ডারগার্টেন এন্ড বিজ্ঞান স্কুল মাঠে রাস্তা প্রশস্তকরণ উপলক্ষ্যে ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পূর্নবাসন প্রকল্পের আওতায় “নাটুয়ারপাড়া ইউনিয়নে-পানাগাড়ি হাট ভায়া গুলেরমোড় বাজার সড়ক প্রশস্তকরণ সহ পূর্নবাসন কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্ভোধন করেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সঞ্চালনায় ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য আলহাজ্ব ঈসাহাক উদ্দীন সরকার,সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাম্মেল হক বকুল সরকার, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান চাঁন,এল.জি.ই.ডি (সিরাজগঞ্জ) নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দলীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন,”চর এলাকার সড়ক পথের অবকাঠামোগত উন্নয়ন প্রয়াত মোহাম্মদ নাসিম সাহেবের স্বপ্ন, তাঁর রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো আপনাদের সাথে নিয়ে করতে চাই”
এসময় তিনি বিভিন্ন ইউপি হতে আগত নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা গ্রহণ করেন।
এর আগে তিনি তেকানি ইউনিয়নের জুমারখুকশিয়া বাজারে “মুজিব কিল্লার” ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য,দীর্ঘদিন ধরে নানা সমস্যা ও ভাঙা অবস্হায় পড়ে থাকা চরাঞ্চলের এ ব্যস্ততম সড়কের প্রশস্তকরণ ও পূর্নবাসন প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৪,২৪,৮৬,২০৫ টাকা।