শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:২১ অপরাহ্ন

ব্যাংকিং সেবার পাশাপাশি খেলাধূলায় ইসলামী ব্যাংকের অব্যাহত প্রচেষ্ঠা।

মোঃ জিতু আহমেদ, ওসমানীনগর(সিলেট)প্রতিনিধিঃ / ২৫৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ফরম্যাটের আসরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইসলামী ব্যাংক ইস্ট জোন ক্রিকেট টিমের মুখোমুখি হয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন ক্রিকেট টিম।

টুর্ণামেন্টকে ঘিরে রবিবার সকালে স্টেডিয়াম প্রাঙ্গনে গিয়ে ইসলামী ব্যাংক ইস্ট জোনের টিম ম্যানেজার মোঃ হাসিবুল হোসেইন শান্তসহ জাতীয় দলের ক্রিকেট তারকাদের অভিনন্দন জানানোর পাশাপাশি খেলাধূলাসহ দেশের সার্বিক উন্নয়নে ইসলামী ব্যাংকের অবদানসহ নানাবিধ বাস্থবায়িত কার্যক্রম তুলে ধরেন ইসলামী ব্যাংকের সিলেট জোন প্রধান শিকদার মোঃ শিহাবুদ্দিন।সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার অনুষ্টিত ইসলামী ব্যাংক ও ওয়ালটন জোনের খেলা শুরুর পূর্বে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শিকদার মোঃ শিহাবুদ্দিনের নেতৃত্বে খেলোয়ারদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন,ইসলামী ব্যাংকের শাখার ব্যবস্থাপক মোঃ সহীদ আহমদ,রাব্বি কামাল চৌধুরী, মো: নুরুজ্জামান,বুরহান উদ্দিন,সৈয়দ নকিব হোসেইন,মোহাম্মদ আকবর উদ্দিন,সিলেট জোনাল অফিসের ফাস্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এনামুর রহমান,ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদসহ অনান্য ব্যাংক কর্মকর্তারা।

ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৪৩ ওভার ২ বলে ওয়ালটন সেন্ট্রাল জোন সংগ্রহ করে ১৭৭ রান।পরবতী ইনিংসে ১৭৮ রানের বিজয়ের টার্গেটে নেমে ৪৭ ওভার ১ বলে ইসলামী ব্যাংক ইস্ট জোন সংগ্রহ করে ১৫৫ রান। তুমুল প্রতিযোগিতাপূর্ন ম্যাচে ইসলামী ব্যাংক ইস্ট জোনকে ২২ রানের ব্যবধানে হারিয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন।

ইসলামী ব্যাংকের টিমের হয়ে ম্যাচে অংশগ্রহনকারী জাতীয় দলের ক্রিকেটাররাসহ অন্যান্যরা হলেন,ইমরুল কায়েস,আফিফ হোসেন ধ্রুব,ইরফান শুক্কুর,তানভীর ইসলাম,রনি তালুকদার, রুবেল হোসেন,নাদিফ চৌধুরী, প্রীতম কুমার,নাঈম হাসান,সোহ্রাওয়ার্দী শুভ,শাহাদত হোসেন দীপু,মোহাম্মদ আশরাফুল,রেজাউর রহমান রাজা ও আলাউদ্দিন বাবু।

শুভেচ্ছা বক্তব্যে ইসলামী ব্যাংকের সিলেট জোন প্রধান শিকদার মোঃ শিহাবুদ্দিন বলেন,প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা,স্বাস্থ্য, ক্রীড়া,দুর্যোগসহ দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনসহ খেলাধূলার কল্যানে নিরলস প্রচেষ্ঠায় ইসলামী ব্যাংক বাংলাদেশ ক্রিড়া উন্নয়নের ব্যাংক হিসাবে পরিচিত পেয়েছে।দেশ ও জাতির উন্নয়নে দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সম্মেলিতভাবে সবাইকে এগিয়ে আসার আহব্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর