মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন

রাণীশংকৈলের বীর মুক্তিযোদ্ধা রতন ভক্তের পরলোক গমন।

মোঃ আনোয়ার হোসেন আকাশ,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ / ১৬৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ টাওয়ারপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা রতন কুমার ভক্ত (৭৭) শনিবার সকালে ঢাকায় অবস্থানকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা রতন কুমার ভক্তকে তাৎক্ষণিক ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টায় তিনি পরলোক গমন করেন। তিনি বাংলাদেশ চলচিত্রের বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেন। তিনি শুধু একজন বীর মুক্তিযোদ্ধাই ছিলেন না তিনি ছিলেন সু-কণ্ঠের অধিকারীও বটে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অনেক আত্মীয়-শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা রতন কুমার ভক্ত’র মৃত্যুর বিষয়টি রাণীশংকৈলের বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান বিষয়টি নিশ্চিত করছেন।

পরিবারিক সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা রতন কুমারের মরদেহ ঢাকা থেকে তার নিজ বাড়িতে পৌঁছাবার পর রাষ্ট্রীয় মর্যাদা শেষে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে। তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও রাণীশংকৈল প্রেসক্লাব পরিবার গভীর শোক প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর