পটুয়াখালীর কলাপাড়ায় নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ে গোপনে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কথিত বিদ্যালয় ম্যানেজিং কমিটির পাঁচজন অভিভাবক সদস্যের পদত্যাগ। পদত্যাগ পত্রটি জমা দেন উপজেলা নিবার্হী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর কার্য়লয়।
পদত্যাগ প্রত্রে কারন হিসাবে উল্লেখ করেন গত ৩ জানুয়ারী সকাল ১১টায় নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোকলেছুর রহমান বিষয়টি তদন্তে আসলে তাহার সম্মুখে ছাত্র/ছাত্রী ও অভিভাবকগণ দূর্নীতিবাজ প্রধান শিক্ষক জনাব আউব আলী সম্পর্কে শ্লোগানপূর্বক অভিমত প্রকাশ করলে আমরা জানতে পারি গোপনে যে ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে সেখানে আমাদেরকে অভিভাবক সদস্য রাখা হয়েছে। এ বিষয়ে আমরা কেউ অবগত নই বিধায় আমরা বিতর্কিত সদস্য পদ হইতে সেচ্ছায় পদত্যাগ পত্রটি জমা দেই।
এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোকলেছুর রহমান বলেন আমার কাছে পাঁচজন অভিভাবক সদস্যের পদত্যাগ পত্র জমা দিয়েছে। তদন্ত সাপেক্ষ উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য যে, নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যোগসাজসে বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধির ভোটার তালিকা, তফসিল ঘোষনা, মনোনয়ন পত্র বিতরন সকল প্রক্রিয়া করা হয়েছে গোপনে। কমিটি গঠনের সকল নীতিমালা ভঙ্গ করে সব কিছু গোপনে সম্পন্ন করে সাবেক সভাপতি নিজের স্ত্রী মাহাফুজা বেগমকে সভাপতি করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। এনিয়ে ক্ষুদ্ধ অভিভাবক মহল অনিয়ম তান্ত্রিক উপায়ে গঠিত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাতিল ও বিদ্যালয়ের নীতিমালা অনুসরন করে ম্যানেজিং কমিটি গঠনের জন্য শিক্ষা মন্ত্রালয়ের সচিব বরাবর আবেদন করেন।