বাংলাদেশ সরকারের পানি সম্পদ উপমন্ত্রী এ.কে.এম.এনামুল হক শামিম বলেছেন,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের রোল মডেল বিদেশী সাহায্য ছাড়া দেশের অর্থায়নে পদ্মা সেতু নির্মান করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী প্রজন্ম নিয়ে ভাবেন,সেজন্য তিনি আগামীর বাসযোগ্য বিশ্বমানের সুবিধা সম্বলিত বাংলাদেশ গড়তে চান। সেজন্য তিনি ডেল্টাপ্লান-২১০০ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন।
এই মহাপরিকল্পনার সিংহভাগ কাজই পানি সম্পদ মন্ত্রণালয় বাস্তবায়ন করবে। এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে সারাদেশে নদীভাঙ্গণ ও জলাবদ্ধতার সমস্যাই থাকবে না। বৃহস্পতিবার তিনি দিনব্যাপী কুশিয়ারা নদী ভাংঙ্গন পরিদর্শন শেষে বিকালে বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিনের বাড়িতে সংক্ষিপ্ত আলেচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠানে উপমন্ত্রী আরো বলেন, কুশিয়ারা ও সুরমা নদীর জন্য ৪ হাজার ৮’শ কোটি টাকার একটি প্রকল্প গ্রহন করা হয়েছে। তাৎক্ষণিক সংস্কারের জন্য ৮ কোটি বরাদ্ব দেয়া হবে। ছোট ছোট প্যাকেজ করে দ্রুত কাজ শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা ও নেয়া হবে। কুশিয়ারা নদী ভাঙন রক্ষা পেতে ৮ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। একনেক সভায় অনুমোদন হলে এ প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। প্রকল্পের কাজ শুরু হলে কুশিয়ারা নদীর উভয় পারের মানুষ সুফল ভোগ করবে। ঝুঁকিপূর্ণ এলাকায় যেহেতু স্থায়ী প্রকল্প নেওয়া হচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের মানুষ অনেকাংশে পানিবন্দিত্বের হাত থেকে, নদী ভাঙন থেকে রক্ষা পাবে।
যুক্তরাজ্য সাউথ লন্ডন আওয়ামী লীগের প্রচার সম্পাদক সামছুল হক শাহ আলম এর আয়োজনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি, সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব,যুক্তরাজ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড রনজিত সরকার,বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর ও সিলেট পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত দায়িত্বে তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার,সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা রুজিনা আক্তার, বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান,সিলেট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মব্বশির আলী,জেলা ছাএলীগে সভাপতি নাজমুল।
উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক মিসবাহুর রহমান,নেছার আলী লিলু,যুক্তরাজ্য আওয়ামীলীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক সারব আলী,সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য জুয়েল আহমদ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউর রহমান আলা,বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয় সম্পাদক এখলাছুর রহমান,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সহিদ দুলাল,আওয়ামী লীগ নেতা এম এ হামিদ,পূর্ব পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুহিবুর রহমান ও পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুনাইদ আহমেদ মঞ্জু,বালাগঞ্জ উপজেলা যুবলীগ নেতা তুহিন মুনসুর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমদ,সহ সভাপতি ইয়াহিয়া সুজন,ইউপি সদস্য আসাদুর রহমান,আব্দুস সহিদ,মহসিন মিয়া,যুবলীগ নেতা শেখ লিটন,নানু মিয়াসহ জেলা উপজেলা আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।