মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন

মাধবপুরে তেলবাহী ট্রেনে ঢিল ছড়ায় চালক আহত।

মোঃ নাহিদ মিয়া,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ / ১৮৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা স্টেশনের কাছে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী তেলবাহী ট্রেনে ঢিল ছোঁড়ে ট্রেনের চালক তৌহিদুর রহমান আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ৭টা ১০ দিকে এঘটনা ঘটে। মনতলা ষ্টশন মাষ্টার  ফরশ আলী শিকদার জানান  বুধবার রেল পথ দিয়ে যাওয়ার  সময় ষ্টেশনের উত্তর দিকে ৪৪ নং ব্রীজ এলাকায় কে বা কারা পাথর দিয়ে ট্রেনের ইন্জিলে ডিল ছুড়ে।ঢিলটি চালক তৌহিদুর রহমানের  কপালে এসে লাগে। এতে চালক আহত হন। পরে মনতলা ষ্টেশনে ট্রেন থামিয়ে  আহত  ট্রেন চালককে  প্রাথমিক  চিকিৎসা দেয়া  হয় ।
পরে চালক ট্রেন নিয়ে গন্তব্যে চলে যায় ।শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের ইনচার্জ  এস আই হারুনুর রশিদ জানান,খবর পেয়ে শায়েস্তাগন্জ  থেকে রেল পুলিশ ঘটনাস্হলে যায়। বৃহস্পতিবার দুপুরে  মনতলা রেলষ্টেশন এলাকায় রেল পুলিশ একটি সচেতনতা মুলক সভা করেছে।  এব্যাপারে তদন্ত  চলছে। তদন্তকরে  ঘটনার সঙ্গে জড়িত কে বের করার চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর