সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার তালম ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য হিসাবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছে তৃতীয় লিঙ্গের কাজলী। উপজেলার সগুনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে মাত্র আট ভোটের ব্যবধানে হেরে গেলেন অপর তৃতীয় লিঙ্গের মানুষ রণি।
তাড়াশ উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, বুধবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তালম ইউনিয়নের ৬,৭ ও ৮ নং ওয়ার্ডে কাজলী খাতুন নামের তৃতীয় লিঙ্গের মানুষ সংরক্ষিত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন। অপরদিকে সগুনা ইউনিয়নে মাত্র ৮ ভোটে হেরেছেন রনি নামের তৃতীয় লিঙ্গের অপর জন।
এ বিষয়ে কাজলী খাতুন আমারজমিনকে বলেন, আমার ওয়ার্ডের ভোটাররা লিঙ্গ বিবেচনা করেননি। বরং তাদের মূল্যবান ভোটে আমাকে সংরক্ষিত নারী সদস্য হিসাবে আমাকে নির্বাচিত করেছেন এ জন্য আমি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ভোটাররা আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তাতেই আমি খুশি সবার কাছে দোয়া চাই আমি যেন ভোটারদের আশা আকাঙ্খার প্রতিফল ঘটাতে পাড়ি।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় আমারজমিনকে বলেন,তালম ইউনিয়নে কাজলী খাতুন বকপাখি প্রতীকে বিপুল ভোটে সংরক্ষিত নারী সদস্য হিসাবপ নির্বাচিত হয়েছেন। অপরদিকে রনি তালগাছ প্রতীকে ৮ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।