সিলেটের কানাইঘাট উপজেলায় ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নে ভোট গণনা সম্পন্ন হয়েছে। ভোটের ফলাফলে আওয়ামীলীগ-২, বিদ্রোহী-১, স্বতন্ত্র-৬ প্রার্থী নির্বাচিত হয়েছেন।
বেসরকারি ভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী এম তমিজ উদ্দীন (নৌকা), ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে জমিয়ত উলামা ইসলাম সমর্থিত প্রার্থী মাও. জামাল উদ্দীন (খেজুরগাছ), ৩নং দিঘীরপাড় পূর্ব ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মোমিন চৌধুরী মুহিন (মোটর সাইকেল), ৪নং সাতবাঁক ইউনিয়নে জামায়াত সমর্থিত প্রার্থী আবু তায়্যিব শামীম (চশমা), ৫নং বড়চতুল ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল মালিক চৌধুরী (আনারস), ৬নং সদর ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আফসার উদ্দীন আহমদ চৌধুরী (নৌকা), ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নে জামায়াত সমর্থিত প্রার্থী মাষ্টার লোকমান আহমদ (মোটর সাইকেল), ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী আবু বক্কর (আনারস), ৯নং রাজাগঞ্জ ইউনিয়নে জমিয়ত উলামা ইসলাম সমর্থিত প্রার্থী মাওঃ শামছুল ইসলাম (খেজুরগাছ) প্রতীক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।