বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক মাহবুব আলম হানিফ এর কুষ্টিয়া সদর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ টিতে আওয়ামীলীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী পরাজিত হয়েছে মাত্র ১টিতে নৌকার চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছে।এ নিয়ে কুষ্টিয়া জেলা জুড়ে চলছে সমালোচনার ঝড়। পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন বিচ্ছিন্ন কয়েকটি কেন্দ্র ছাড়া উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট শেষে বিকালে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের মুখপাত্র ও ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ বিষয়ে বলেন,‘কয়েকটি কেন্দ্র ছাড়া পুরো দেশে উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে।
এখনও পর্যন্ত যেসব নির্বাচন হয়েছে, তাতে আমরা বলবো ভালো নির্বাচন হয়েছে। সামনে যে নির্বাচন হবে, সেটি আরও ভালো হবে।
অন্যদিকে মনোহরদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত একমাত্র প্রার্থী জিতেছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সাংসদ মাহবুবুল আলম হানিফের এই আসনে নৌকার এমন শোচনীয় ভরাডুবিতে জেলা জুড়ে সমালোচনা হচ্ছে। তবে কঠোর নিরাপত্তা ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় নির্বাচনে অংশগ্রহণকারী ও এলাকাবাসীরা সন্তোষ প্রকাশ করেছে।
স্থানীয়রা জানান,আওয়ামীলীগের মনোনয়ন চেয়ে যারা ব্যর্থ হয়েছেন তারাই ১১ টি ইউপিতে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দলমত নির্বিশেষে জনসাধারনের প্রত্যক্ষ ভোটে ১০ জন নৌকার বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন। দলীয় সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়ে নির্বাচন করায় তাদের দল থেকে বহিষ্কার করার সুপারিশ করা হয়েছিল। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন,পরাজিত অনেক প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হতে পারে।