সিরাজগঞ্জের তাড়াশে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নিবার্চনে ৪টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ২টিতে আওয়ামীলীগের নৌকা প্রার্থী ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। ৫ জানুয়ারি বুধবার পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ৩৭টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উপজেলা নির্বাচন অফিসার উজ্জ্বল কুমার রায় জানান , ১নং তালম ইউনিয়নে আব্দুল খালেক ও ৪নং মাগুড়া বিনোদ ইউনিয়নে মেহেদী হাসান ম্যাগনেট আওয়ামীলীগের নৌকা প্রতীকে এবং ৩নং সগুনা ইউনিয়নে জুলফিকার আলী ভুট্ট (আনারস) ও ৮নং দেশীগ্রাম ইউনিয়নে জ্ঞানেন্দ্রনাথ বসাক (আনারস) প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন।
উল্লেখ্য, জ্ঞানেন্দ্রনাথ বসাক দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাচিত সভাপতি ও জুলফিকার আলী ভুট্ট সগুনা ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে তারা বঞ্চিত হোন। পরবর্তীতে এ দুজন দলীয় পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন।
এছাড়া চারটি ইউনিয়ন পরিষদের এ নির্বাচনের মোট ১৬ জন চেয়ারম্যান প্রার্থী, ৪৯ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী এবং ১৪২ জন সাধারণ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দি করেন।