মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:০৬ অপরাহ্ন

তাড়াশে হাতিতে চড়ে ইউপি সদস্যের বিজয় মিছিল।

মোঃ শাহিনুর রহমান,তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি। / ২২৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

সিরাজগঞ্জের তাড়াশে নব নির্বাচিত এক ইউপি সদস্য  (মেম্বর) বিজয় মিছিল করলেন হাতিতে চড়ে । এমনটাই ঘটনার দৃশ্যপট ঘটেছে, উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের ৬ নং হামকুরিয়া ওর্য়াডে।

৫ জানুয়ারী অনুষ্ঠিত হয়ে যাওয়া ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বর পদে বিপুল ভোটে নির্বাচিত হয় ইব্রাহীম হোসেন মৃধা এ আনন্দে উল্লাসিত হয়ে এ বিজয় মিছিল করেন।  গ্রামবাসীকে সাথে নিয়ে ২ টি হাতি ও একটি ঘোড়ার গাড়ী,অটোভ্যানসহ বিভিন্ন সরাঞ্জামী নিয়ে নারী-পুরুষ এক সাথে ব্যতিক্রমী এ আনন্দ মিছিলে মেতে উঠেছেন ৬নং ওয়ার্ডবাসী ।

যা এক নজরে দেখতে ভীর জমাচ্ছেন এলাকার উচ্ছুক জনতা। চলছে রং মাখামাখীর নানা ধরনের খেলা। কেউ যেন বাদ না পরে এই রং মাখামাখীর আনন্দ থেকে। জনগনের মুখে ম্লোগানের সুরে মুখরিত হয়েছে ওই এলাকা।

এ ব্যাপারে  নব নির্বাচিত ইউপি সদস্য  ইব্রাহিম হোসেন মৃধা  বলেন, আমাকে  আমার  ভোটার বৃন্দরা ভালো  বেসে ভোট প্রদান করে নির্বাচিত করেছেন এ জন্য  আমি তাদের কাছে  চির কৃতজ্ঞ। আমি নির্বাচিত হওয়ায়  ভোটার বৃন্দরা আনন্দিত হয়েছে। তাই তাদের আনন্দকে আরও উল্লাসিত করতে আমি ও আমার কর্মীবৃন্দ মিলে এ আয়োজন করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর