মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন

বড়লেখার রিপন নিসচা কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য নির্বাচিত।

মোঃ শাহারিয়ার হোসেন,বড়লেখ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ / ২০৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

সড়ক দুর্ঘটনা রোধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গঠিত বাংলাদেশের জনপ্রিয় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির ২০২২-২০২৩ সালের কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার ৩ জানুয়ারি সন্ধায় রাজধানী ঢাকা’স্থ নিসচা কেন্দ্রীয় কার্যালয়ে নিসচা কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ২০২২-২০২৩ সালের নিসচা কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করেন।

ইলিয়াস কাঞ্চনকে চেয়ারম্যান করে ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সন্তান তাহমীদ ইশাদ রিপন।

উল্লেখ্য, তাহমীদ ইশাদ রিপন নিসচার বড়লেখা উপজেলা সভাপতির দ্বায়িত্ব পালন করছেন, এছাড়া তিনি দীর্ঘদিন নিসচা বড়লেখা উপজেলা শাখার আহবায়ক ও সিলেট জেলা শাখার কার্যনির্বাহী সদস্যের দায়িত্ব পালন করেন।

এসময় তাহমীদ ইশাদ রিপন বলেন, কেন্দ্রীয় কমিটিতে আমি কার্যকরী সদস্যপদে নির্বাচিত হবো সেট কখনো ভাবিনি। গতকাল রাত সাড়ে ৭ ঘটিকায় কেন্দ্র থেকে বার্তা আসার পর তাৎক্ষণিকভাবে আবেগে আপ্লূত হয়ে পরেছিলাম।

তিনি নিসচা’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনসহ কেন্দ্রীয় কমিটির সকলের প্রতি অসংখ্য ধন্যবাদসহ আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি আরোও বলেন, কেন্দ্রীয় কমিটি কর্তৃক আমার উপর অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারি এবং নিসচা বড়লেখা উপজেলা শাখাসহ সকল সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন, শুধী-শুভাকাঙ্ক্ষী মহোদয়বৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা কামনা এবং অতিথের মতো বর্তমান ভবিষ্যতেও দোয়া, ভালোবাসা, পরামর্শ, সহযোগিতা দিয়ে পাশে থাকার প্রত্যাশা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর