চট্টগ্রামে ভোট শুরুর আগের রাতেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের এক মেম্বার প্রার্থীর মৃত্যু হয়েছে। তার নাম আজিজুল হক বাবুল। তিনি আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া ৮ নম্বর ওয়ার্ডে তালা প্রতীক নিয়ে নির্বাচন করছিলেন।
মঙ্গলবার (৪ জানুয়ারি) রাত ১১টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজিজুল হক বাবুলের মৃত্যু হয়। আনোয়ারা উপজেলা নির্বাচন অফিসার আনোয়ার খালেদ আমার জমিন কে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বটতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আজিজুল হক বাবুল নামে এক ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু হয়েছে। তবে ওই ওয়ার্ডে নির্বাচন যথা নিয়মে চলছে। মৃত ব্যক্তি নির্বাচিত হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এই ওয়ার্ডটিতে আরও পাঁচজন মেম্বার পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজুল হক রাত ১০টা পর্যন্ত নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন। রাতে বাড়ি ফিরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে ১১টার দিকে তাকে আনোয়ারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ,পঞ্চম ধাপে আজ বুধবার (৫ জানুয়ারি২২) চট্টগ্রামের বোয়ালখালী, আনোয়ারা ও চন্দনাইশ উপজেলার ২৪টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। শীতের তীব্রতা থাকলেও সকাল ৮টা থেকে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।