শীতের তীব্রতায় কাবু জনজীবন। ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে পুরো এলাকা। সেই সঙ্গে ঠাণ্ডা বাতাসে জনজীবনে দুর্বিষহ নেমে এসেছে। পৌষের ঠাণ্ডা হাওয়া বয়ে যাওয়ায় দুর্ভোগে নিম্ন আয়ের শ্রমিকেরা।
বিশেষ করে নিম্ন আয়ের মানুষ শ্রমিকরা সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন। সূর্যের মুখ দেখা নেই। ঘন কুয়াশার আর ঠাণ্ডা বাতাসে মানুষের সঙ্গে কাবু হয়েছে পশুপাখিরাও।
ঠিক এমন তীব্র শীত আর কুয়াশার সময়ে শীতবস্ত্র পেয়ে খুশি হয়ে নৈশ্যপ্রহরী নাজিম বলেন, আমরা সারাবছর ছাড়াও এই প্রচন্ড শীতের মাঝে কষ্ট করে সারারাত ধরে হাটবাজার পাহারা দিয়ে থাকি। ওসি স্যার আমাদেরকে শীতের কম্বল দেন। এতে আমরা আরো উৎসাহিত হয়ে দায়িত্ব পালন করব অবশ্যই ।
মঙ্গলবার (০৪ জানুয়ারি) রানীশংকৈল থানা চত্বরে উপজেলার সকল হাটবাজারের রাত্রিকালীন পাহারাদার নৈশ্যপ্রহরীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন থানা পরিদর্শক (ওসি) এসএম জাহিদ ইকবাল। এসময় উপস্থিত ছিলেন ওসি তদন্ত আব্দুল লতিফ সেখ সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা প্রমূখ।
তীব্র শীতে কম্বল পেয়ে খুশি শীতার্তরা। এসময় ওসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অসহায় দরিদ্র নৈশ্যপ্রহরীদের অনেকে।
এর আগেও ওসি জাহিদ নিজ উদ্যোগে করোনাকালীন সময়ে হসপিটাল, চৌরাস্তা, বাজার, রাস্তার পাশে শুয়ে থাকা মানুষদের মাঝে খাদ্য ও শীতবস্ত্র বিতরণ করে সুনাম অর্জন করেন।
এসময় ওসি জাহিদ ইকবাল বলেন, উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে শীতের প্রকোপ বেশি।জেলার রানীশংকৈল উপজেলা সীমান্তবর্তী হওয়ায় প্রশাসন শীতার্ত মানুষের দোড়গোঁড়ায় শীতবস্ত্র পৌঁছানোর জন্য আমার এ উদ্যোগ। এসময় উপজেলার বিভিন্ন হাটবাজারে দ্বায়িত্বে থাকা নৈশ্যপ্রহরীদের দায়িত্ব সঠিকভাবে পালন করার কথাও বলেন তিনি।