সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভাশুরের শ্লীলতাহানির শিকার হয়েছে ছোট ভাইয়ের স্ত্রী। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের চাঁদপুর গ্রামে। এঘটনায় উল্লাপাড়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী ওই গৃহবধু। অভিযোগ সুত্রে জানা যায়, গত সোমবার (৩ জানুয়ারী) দুপুরে ওই গৃহবধুকে বাড়িতে একা পেয়ে শয়ন কক্ষে প্রবেশ করে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা চালায় এবং তাকে বিবস্ত্র করে মোবাইলে ছবি ও ভিডিও ধারন করে।
এ সময় গৃহবধুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত আব্দুল হাই হাবু পালিয়ে যায়। গৃহবধুকে বলে এই ঘটনা কাউকে বললে এবং থানায় কোন রকমের অভিযোগ করলে মোবাইলে ধারন করা ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দিবে এবং তার ছেলেকে হত্যা করবে বলে হুমকি প্রদর্শন করে পালিয়ে যায়। পরে ওই গৃহবধুকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোতাহার হোসেন আমারজমিনকে বলেন,অভিযোগ পেয়ে ঘটনা পরিদর্শন করতে গিয়েছিলাম। ঘটনার পর থেকেই অভিযুক্ত আব্দুল হাই হাবু পলাতক রয়েছে। এবিষয়ে খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।