সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারী মঙ্গলবার দুপুরে তাড়াশ হ্যালিপ্যাড মাঠে থানার উদ্যোগে অফিসার ইনচার্জ ফজলে আশিক’র সভাপতিত্বে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
৫ম ধাপে আগামী ৫ জানুয়ারী ২০২২ তারিখে উপজেলার ৪টি ইউপি তালম,সগুনা,মাগুড়া বিনোদ ও দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে শান্তি ,নিরপেক্ষ ও অবাধ সুষ্ঠ নির্বাচন উপহার দেওয়ার নিমিত্তে এ ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা এডিশনাল এস পি শরাফত আলী এবং ইয়াসমিন খাতুন, কামারখন্দ সার্কেল এ এস পি শাহিনুল কবির,তাড়াশ থানা (তদন্ত) ওসি নুরে আলম প্রমুখ।