আসন্ন ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত রাজনৈতিক দলের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, সাধারণ সদস্য এবং সংরক্ষিত সদস্যরা মনোনয়ন দাখিল করেছেন।
সংশ্লিষ্ট ইউনিয়নের দ্বায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়ন দাখিল করেন প্রার্থীরা। উপজেলার ৮ ইউনিয়নে বিভিন্ন রাজনৈতিক দলের ১১সহ ৩৮জন চেয়ারম্যান প্রার্থী, ২৭৮ জন সাধারণ সদস্য ও ৮৮জন সংরক্ষিত সদস্য পদে মনোনয়ন দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সোমবার ৩ জানুয়ারী মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত উপজেলা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়ন দাখিল করেন।
উমরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১জন রাজনৈতিক দলীয় ও ৩জন স্বতন্ত্র প্রার্থী, সাদিপুর ইউনিয়নে ১জন রাজনৈতিক দলীয় ও ১জন স্বতন্ত্র পশ্চিম পৈলনপুর ইউনিয়নে ৩জন রাজনৈতিক দলীয় ও ২জন স্বতন্ত্র, বুরুঙ্গা বাজার ইউনিয়নে ৬ জন স্বতন্ত্র ১জন রাজনৈতিক দলীয়, গোয়ালাবাজার ইউনিয়নে ৩জন স্বতন্ত্র ১জন রাজনৈতিক দলীয়, তাজপুর ইউনিয়নে ৪জন স্বতন্ত্র ১ জন রাজনৈতিক দলীয়, দয়ামীর ইউনিয়নে ৫ জন স্বতন্ত্র ১ জন রাজনৈতিক দলীয়, উসমানপুর ইউনিয়নে ৩ জন স্বতন্ত্র ২ জন রাজনৈতিক দলীয় চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন ছিলো ৩ জানুয়ারি। বাছাই ৬জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি ও ভোট গ্রহন ৩১ জানুয়ারি।
ওসমানীনগর উপজেলা নির্বাচন অফিসার আবু লায়েশ দুলাল জানান, সোমবার ৩ জানুয়ারী শেষ দিন পর্যন্ত শান্তিপূর্ন ভাবে প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন।