শিরোনাম
উল্লাপাড়ায় ইয়াবাসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। দুর্গাপুরে জামায়াতে ইসলামীর আয়োজনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট প্রশিক্ষণ। ডিমলায় বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। গাঁজায় চলম ধ্বংসষজ্ঞ ও প্রানহানীর প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ। গাঁজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ মিছিল। ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল। ইহুদীদের সাথে হযরত মুহাম্মদ (স.) জামাকে তুলনা করায় মৌলভীবাজারে প্রতিবাদ। কালিয়াকৈর চাপাইর তুরাগ নদীতে বৃদ্ধের লাশ উদ্ধার। উল্লাপাড়ায় শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা অভিযোগ। উল্লাপাড়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ।
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:০৬ অপরাহ্ন

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের গরীব,অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ।

মোঃ মল্লিক জামান,রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ / ১৫৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের (বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী প্রাঃ লিঃ) পক্ষ থেকে ৬ হাজার শীতার্ত,অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ৯টায় বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রবেশ মুখে জিরোপয়েন্ট এলাকায় এ কম্বল বিতরণ করেন খুলনা সিটি করপোরেশনের মাননীয়  মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট লিঃ প্রকল্প পরিচালক সুভাষ চন্দ্র পান্ডে, উপ-প্রকল্প পরিচালক মোঃ রেজাউল করিম, রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুউদ্দীন, তাপ বিদ্যুৎ কেন্দ্রের মহাব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) সিদ্ধার্থ মন্ডল ও ব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) জি,এম তারিকুল ইসলাম।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেন, এ তাপ বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে এই এলাকায় একটি উপশহর গড়ে উঠবে। এর সুফল ভোগ করবেন আশপাশের লোকজনই। এছাড়া এটি আলো ছড়াবে এই এলাকাসহ সারাদেশে।
বাগেরহাটের রামপালের ১০টি, মোংলার ১টি ও খুলনার দাকোপ উপজেলার ২টি ইউনিয়নের মোট ৬ হাজার মানুষের মাঝে সোমবার এ কম্বল বিতরণ করে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।
তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) জি,এম তারিকুল ইসকাম বলেন, আগামী মার্চে এ বিদ্যুৎ কেন্দ্রটি পরীক্ষামুলকভাবে চালু করা হবে। এরপর মে-জুনে বাংলাদেশ-ভারত দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এখানে ৬৬০ মেগাওয়াটের দুইটি ইউনিটের কাজ চলছে। প্রথম দফায় ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিটটি উৎপাদনে যাবে। প্রথম ইউনিটটির ও চিমনির কাজ প্রায় শেষের পথে। এ পর্যন্ত মুল প্রকল্পের ৭৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর