আজ ০৩ রা জানুয়ারি ২২ সোমবার বিকাল ০৩ টার সময়
ঢাকা থেকে প্রকাশিত বহুল জনপ্রিয় দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার চট্টগ্রাম মহানগর প্রতিনিধি হিসাবে নিয়োগ পেয়েছেন এইচ এম আলমগীর ইসলামাবাদী।
এ সময় উপস্থিত ছিলেন পত্রিকার নির্বাহী সম্পাদক মোং আরিফ খাঁন, চট্টগ্রাম বিভাগীয় ব্রুচিপ নুরুর রহমান (টিপু)সুলতান ও বাঁশখালী উপজেলা প্রতিনিধি ওয়াইজুর রহমান প্রমুখ।
নিয়োগপত্র প্রদানকালে পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব এ্যাড. মোঃ বেলায়েত হোসেন ( টিপু) বলেন চ্যালেঞ্জ মোকাবেলায় লিডারশীপ জার্নালকে হাতে নিয়ে নিঃস্ব, নিরীহ, নির্যাতিত মানুষের পাশে থাকবে জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিন। সংবাদ মাধ্যম হচ্ছে পৃথিবীর চতুর্থ রাষ্ট্র।
তাই একজন সাংবাদিক হিসাবে সত্য ও ন্যায়ের ওপর অবিচল থেকে নিষ্টার সাথে দায়িত্ব পালন করবেন বলে আমি বিশ্বাস করি।নিয়োগপত্র গ্রহণকালে জনাব আজিজুল ইসলাম উদ্দীপনার সাথে বলেন,গণমাধ্যম হচ্ছে বিশ্বের মানুষের বিবেক।দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার নিয়োগ পেয়ে পরম সৌভাগ্য মনে করছি। সৃষ্টিকর্তার প্রতি পরম কৃতজ্ঞতা জানাই, আমার আত্মবিশ্বাসকে সামনে রেখে সাংবাদিকজগতে আগামীদিনের প্রত্যাশা পূরণের সর্বদাই চেষ্টা থাকবে।