রাজশাহীর বাঘার বাউসা ইউনিয়নের বাউসা মিয়ার পাড়া গ্রামের কৃষক লিখনের বাগান থেকে রাতের অন্ধকারে তিন বছর পূর্বে লাগানো আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতের অন্ধকারে এই ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
বাগান মালিক কৃষক লিখন হোসেনের অভিযোগ সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মর্কার পক্ষে কাজ করেছি এ কারনেই রাতের অন্ধকারে আমার বাগানের ভালো জাতের দশটি আমগাছ কেটে ফেলেছে কুচক্রী মহল।
তিনি আমারজমিনকে জানান,বাউসা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগের মনোনীত নৌকার প্রার্থী শফিকুর রহমান শফিকের নৌকা মার্কার কর্মী হিসেবে কাজ করেছি হয়তো তার শত্রুতার জের ধরে এমন কাজ করেছে। তিনি আবেগ আপ্লুত হয়ে বলেন যারা এ ঘটনা ঘটিয়েছে আমি তার দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।
এ বিষয়ে বাউসা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগের নৌকার পরাজিত প্রার্থী শফিকুর রহমান শফিক আমারজমিনকে বলেন,বাউসা ইউপি নির্বাচন ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আ.লীগের বিদ্রোহী প্রার্থী নুর মোহাম্মদ তুফানের কাছে আমি নৌকার মনোনীত প্রার্থী হিসেবে পরাজিত হয়েছি। কপালের ফ্যার আমি মেনে নিয়েছি। কিন্তু নির্বাচনের পরের দিন থেকে কিছু অপরিচিত মোবাইল নম্বর থেকে আমার কয়েকজন কর্মীকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এমনকি নৌকার কর্মী লিখন হোসেনের তিন বছর আগে মাঠে রোপন করা ১০টি আমগাছ কেটে সাবাড় করে দেওয়া হয়। এটি নির্বাচন সংক্রান্ত বিবাদের জের ছাড়া আর কিছুই হতে পারেনা।
বাঘা থানাা অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন আমারজমিনকে বলেন,গাছ কাটার বিষয়ে শফিক রহমান শফিক আমাকে মোবাইল ফোনে বিষয়টি অবগত করছেন। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।