চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে সিরাজগঞ্জের উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল জিপিএ ৫.০০ প্রাপ্তির দিক থেকে রাজশাহী শিক্ষা বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এই স্কুলের প্রধান শিক্ষক রকিবুল ইসলাম জানান,তার প্রতিষ্ঠান থেকে ৫০১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ৩২৪ জন জিপিএ ৫.০০পেয়েছে। স্কুলে পাশের হার ৯৯%। এসএসসি পরীক্ষার ফলাফলে সিরাজগঞ্জ জেলার মধ্যে মোমেনা আলী বিজ্ঞান স্কুল শীর্ষে রয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফলাফল প্রকাশের খবর মোমেনা আলী বিজ্ঞান স্কুলে পৌঁছিলে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।
এছাড়া উল্লাপাড়া উপজেলায় উল্লেখযোগ্য ফলাফলের মধ্যে এইচ.টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ ৫.০০ পেয়েছে ৩২জন, এখানে পাশের হার ৯৯.৮৮%। আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫.০০ পেয়েছে ২২জন, পাশের হার ৯৫% এবং উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫.০০ পেয়েছে ১১ জন। এই স্কুলের পাশের হার ৯৬.২৫% বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রধান শিক্ষকগণ।
Leave a Reply