সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিভিন্ন বিল অঞ্চলে বণ্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বণ্যপ্রাণী পরিদর্শক আবদুল্লাহ আস সাদিকের তত্তাবধানে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষন ফেডারেশন (বিবিসিএফ)অন্তর্ভূক্ত সংগঠন”ওয়াইল্ডলাইফ মিশন”এর সহযোগীতায় অভিযানে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে পেশাদার পাখি শিকারীদের ফাঁদে আটকে থাকা বিভিন্ন প্রজাতির ১০টি পাখি অর্ধশতাধিক পাখি শিকারে ফাঁদ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার(৩০ ডিসেম্বর) বিকালে উদ্ধার কার্যক্রমে অংশ নেন,ওয়াইল্ডলাইফ মিশনের সাধারন সম্পাদক রাশেদ বিশ্বাস,দপ্তর সম্পাদক রাকিব হোসেন,কালিগঞ্জ প্রতিনিধি মোখলেছুর রহমান,প্রচার সম্পাদক শেখ জসিম দাউদ মোড়ল,রবিউল ইসলাম,আতিকুর রহমান ও ইমরান জুয়েল।
পরে পাখিগুলোর মধ্যে ২টি বক,২টি ডাহুক,৫টি ঘুঘু ও ১টি পানকৌরি রয়েছে। পরে উদ্ধারকৃত পাখিগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হয় ও জনসচেতনতা সৃষ্টিতে স্থানীয়দের মাঝে লিফলেট বিতরন করা হয়।