সিরাজগঞ্জের কামারখন্দে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যাপিড এ্যাকশান ব্যাটিলিয়ান র্যাব-১২’র সদস্যরা। এ সময় আটকৃত মাদক ব্যবসায়ীদের তল্লাশি করে ৬২০ পিচ ইয়াবা ট্যাবলেট ও মোবাইল সেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন উপজেলার বানিয়া গাঁতি ভদ্রঘাট গ্রামের আবু সাঈদের ছেলে সুজন শেখ(২১) ও কোনাবাড়ী গ্রামের ছানোয়ার হোসেনের স্ত্রী সুলতানা বেগম (৪২)।
গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর)বিকেল ৩ টার সময় কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এলাকায় র্যাব-১২ সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানির একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদকসহ তাদের আটক করা হয়।
বুধবার (২৯ ডিসেম্বর)বেলা ১১টার সময় র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মি.জন রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রেসবিজ্ঞপ্তিতে তিনি জানান,গোপন সাংবাদের ভিত্তিতে জেলার কামারখন্দের কোনাবাড়ীতে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে উল্লেখিত শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে ৬২০ পিচ ইয়াবাসহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারিরা দীর্ঘ দিন যাবৎ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।উদ্ধার হওয়া আলামতসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে আটককৃতদের কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে।