কক্সবাজারের মতই দেখতে বাঁশখালী সমুদ্র সৈকত। সমুদ্র উপকূলে বালুকাময় তটের পর ঝাউবাগান আর অন্যদিকে দিগন্ত জুড়ে সমুদ্র। কখনো ঝিরিঝিরি আবার কখনো সজ্বোর বেগে বয়ে যাওয়া বাতাসে বালিতে হাটতে হাটতে হরেক রকম অনুভুতি হবে আপনার। ঝিরিঝিরি বাতাসে যেমন আপনি চোখ বন্ধ করে কল্পনায় ডুবে যেতে পারবেন, তেমনি জোরসে বওয়া বাতাস যেন আপনার দুঃখগুলো উড়িয়ে নিয়ে যাবে।
লোভী ব্যবসায়ী এবং ডাকাত ও সন্ত্রাসীদের কারণে কক্সবাজার সৈকত এখন ভয়ংকর অনিরাপদ।
এছাড়া কক্সবাজার সৈকতে মানুষের প্রচন্ড ভীড়, যেকারণে প্রাইভেসি ও অন্যান্য কারণে পারিবারিক ট্যুরে সমস্যা হয়। এমতাবস্থায় মানুষের ভীড় ও কোলাহল মুক্ত স্বচ্ছন্দ ও নিরাপদ বিনোদনের বিকল্প স্থান হতে পারে বাঁশখালী সমুদ্র সৈকত। ঘুরে যেতে খরচও পরবে কক্সবাজারের চেয়ে অন্তত কয়েকগুণ কম।
তাবু ফেলে রাত্রি যাপন করার জন্যও এখন আদর্শ সৈকত এটি। অনেক পর্যটক দল ইতোমধ্যে এখানে এসে তাবু ফেলে ভিডিও তৈরী করে রিভিউ করে গেছে, আসার আগে চায়লে সেগুলি দেখতে পারেন ।