মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন

মোংলায় বৈশাখী টিভির ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন।

এম এইচ শান্ত,বাগেরহাট প্রতিনিধিঃ / ৩৫০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

মোংলায় নানা আয়োজনে পালিত হয়েছে দেশের অন্যতম স্যাটেলাইট টেলিভিশন বৈশাখী টিভির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বৈশাখী টেলিভিশনের ১৭ বছরে পদার্পন উপলক্ষে সোমবার ২৭ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টায় স্থানীয় টাইগার হোটেলের কন্ফারেন্স রুমে কেক কেটে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিটের নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে বৈশাখী টিভির মোংলা প্রতিনিধি মোংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল’র সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক মোঃ নুর আলম শেখ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার,ওসি (তদন্ত) মোংলা থানা ঠাকুরদাস মন্ডল।

র‍্যালী ও আলোচনাসভার আয়োজন করা হয়।আলোচনা সভায় বক্তারা বলেন,মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বৈশাখী টেলিভিশন বস্তুনিষ্ট সংবাদ ও বিভিন্ন বিনোদনমুলক অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের কাছে জায়গা করে নিয়েছে। আগামীতে বৈশাখী টিভি অনুসন্ধানী ও দূনীতিমুলক সংবাদ পরিবেশন করে সবার সবার কাছে আরো বেশী জনপ্রিয় চ্যানেলে পরিনত হবে। সর্বোপরি বৈশাখী টিভির উত্তরাত্তর সাফল্য কামনা করেন সবাই।

এসময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর