ডাকাত ৪জন কলাতল থেকে গাড়িতে উঠে। ডাকাত দল বাস টার্মিনাল এর একটু আগে এসে বলে আমরা নেমে যাবো। গাড়ি থেকে নেমে ডাকাত ছুরি বের করে জানতে চাই আমাদের বাড়ি কোথায়। টাকা পয়সা কি আছে বাহির করতে বলে। দিতে না চাইলে আমার ছোট বোনের জামাইকে মুখে ছুরি মারে। পতিবাদ করলে তখন তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়।
আমার ছোট ভাই, ছোট বোনের জামাই তালতো বোনের জামাই আহত হয়। পকেটে তাদের কাছে যা টাকা আছে সব নিয়ে নিছে। পরে তারা জিবন বেচে রেখে বাস টার্মিনালের দিকে চলে আসে। আমরা সাথে সাথে ৯৯৯ কল দি। আমাদের সাথে শিশু সহ ২০ জন ছিলাম। ঐ মুহূর্তে শিশু, মহিলা, মালামাল রক্ষা করা কঠিন হয়ে পড়ে। পুলিশকে বারবার কল করার পরেও ১ ঘন্টা পরে আসে। পরে আমরা আহতদের প্রাথমিক চিকিৎসা শেষ করে বাড়িতে চলে আছি।
ভুক্তভোগীঃ-
মোহাম্মদ আরিফু্ল্লাহ
পূব বড়ঘোনা,বাঁশখালী, চট্টগ্রাম।