সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বিজয়ের ৫০ বছর পূর্তি উৎসব ও বাংলাদেশের ৫০ বছর ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে ৫ দিনব্যাপী মেয়র সাংস্কৃতিক উৎসবের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার ২৭( ডিসেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের- মুক্তির সোপানে সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে – মেয়র সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানে – আলোচনা, দেশাবোধক সংগীত, নৃত্য, আবৃত্তি মাধ্যমে সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ এর সভাপতিত্বে ৫ দিনব্যাপী মেয়র সাংস্কৃতিক উৎসবে শুরুতে জাতীয় সংগীত ও মঙ্গোল প্রদ্বীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উৎসবের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসেডিয়াম সদস্য বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেটারেশন, মমিন বাবু, মৃত্তিকা নাট্য শালার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু, সম্মিলিত সংস্কৃতিক জোটের সহ সভাপতি,স ম আলাউদ্দিন আলা, সিরাজগঞ্জ উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারন সম্পাদক হীরক গুণ,নাট্য ফেডারেশনের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সোহাগ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সম্মিলিত সংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ গৌর। উল্লেখ্য সিরাজগঞ্জে এই প্রথম বারের মত মেয়র সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে। সিরাজগঞ্জ পৌরসভার সুযোগ্য দু’ বারে নির্বাচিত মেয়র হিসেবে তিনি পৌরসভার সকল উন্নয়ন মূলক কাজে সর্বদা করে যাচ্ছেন।