গ্রামীণ জনপদে নিরাপদ প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার দেয়ার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি অর্জনের প্রত্যয়ে প্রতিষ্টিত ইসলামী ব্যাংক বাংলাদেশের বড়ফেছি বাজার এজেন্ট আউটলেটের প্রথম বর্ষপূর্তিতে গ্রাহক সমাবেশ ও সুধী সংবর্ধনার আয়োজন করা হয়েছে।ওসমানীনগরের গোয়ালাবাজার শাখার অধিনে জগন্নাথপুর উপজেলার বড়ফেছি বাজারের সমাদ ম্যানশনে অবস্থিত এজেন্ট শাখার উদ্যোগে সোমবার আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের এস্কিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান শিকদার মোঃ শিহাবুদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান,এজেন্ট ব্যাকিং ওয়েলফেয়ার এসোসিয়েশনের সিলেটের সভাপতি প্রফেসর মো: নেছাওর মিয়া।
ইসলামী ব্যাংকের গোয়ালাবাজার শাখার ব্যবস্থাপক আকবর উদ্দিনের সভাপতিত্বে ও বড়ফেছি বাজার এজেন্ট আউটলেটের ইনচার্জ মাওলানা সাদিক সিকান্দর এর পরিচালনায় সংবর্ধিত অতিথি ছিলেন, বড়ফেছি বাজারের সামাদ ম্যানশনের স্বত্তাধিকারী প্রবাসী কমিউনিটি ব্যাক্তিত্ব মো: খালিছ মিয়া,প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল মান্নান মহিম,বশির আহমদ,আফসর উদ্দিন,নজরুল ইসলাম,শাহ শহিদুর রহমান শহীদ,ফারুক মিয়া চুনু,সামাদ আলী, হুমায়ুন আহমদ সুহেল, জাহেদ আহমদ, মুজিবুর রহমান মুরাদ, স্থানীয় ইউপি সদস্য শওকত আলী,আবুবক্কর মধু, রুহেল মিয়া, সমাজসেবক তোফাজ্জল হোসেন।
হাফিজ জুমান আহমদ জামিলের কোরআন তিলাওয়াতের মাধ্যমে বক্তারা বলেন গ্রাম এলাকার অবহেলিত কৃষি ও অকৃষি খাতে অর্থায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করে যাচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।ফিনটেকের ব্যবহার ও ডিজিটাল ব্যাংকিং সেবায় উল্লেযোগ্য অগ্রগতি সাধন করে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ দেশের আর্থিক খাতে লেনদেনে উৎকর্ষ সাধন করে যাচ্ছে। যার ধারাবাহিকতায় ব্যাংকিং কার্যক্রমের সকল নীতিতে অবিচল থেকে ইসলামী শরী‘আহ মোতাবেক পরিচালিত হয়ে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সেবার মাধ্যমে সল্প সময়ের মধ্যে অত্র অঞ্চলের ব্যাংকিং খাতের বিশ্বস্থতার প্রতীক হয়ে উঠেছে বড়ফেছি বাজার এজেন্ট আউটলেট।
প্রত্যন্ত অঞ্চলের এই আউট লেটের মাধ্যমে এখন বৈদেশিক রেমিটেন্স উত্তোলনসহ সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন,অর্থ স্থানান্তরের মাধ্যমে সকল প্রকার ব্যাংকিং সেবা জনগনের দাড়গোড়ায় নিয়ে এসেছে। ২৪ ঘণ্টা প্রয়োজনীয় ব্যাংকিং সেবার সুবিধা উপভোগ করতে বড়ফেছি বাজারে দ্রুত এটিএম বুথ স্থাপনের জন্য ইসলামী ব্যাংকের উধ্ধর্তন কর্তৃপক্ষের প্রতি আহব্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান ও ব্যাংকের উন্নতিসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়েছে। অনুষ্ঠানের ইসলামী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকতা ছাড়াও গ্রাহক, শুভানুধ্যায়ীসহ সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।