রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের বরন এবং পুরাতনদের বিদায় দেয়া হয়েছে। এ-উপলক্ষে রবিবার বিকেলে কামারগাঁ ইউনিয়ন পরিষদ চত্বরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সাংসদ প্রতিনিধি লুৎফর হায়দার রশিদ ময়না। অনুষ্ঠিত সভায় কামারগাঁ ইউপির নৌকা প্রতীকের নব নির্বাচিত চেয়ারম্যান ইউপি আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বি মিঞা ফরহাদের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুফি কামাল মিন্টুর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত চেয়ারম্যান আতাউর রহমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রামকমল সাহা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাসেম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, তোফাজ্জল হোসেন খান বন ও পরিবেশ সম্পাদক,তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, কলমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন,চাঁন্দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত চেয়ারম্যান মজিবর রহমান প্রমুখ। এসময় ইউপি আওয়ামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও বিদায়ী সদস্যসহ এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।