মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সহ সকল জনপ্রতিনিধিরা শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে । রবিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১ টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জুড়ী উপজেলার নবনির্বাচিত পাঁচ ইউপি চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এসময় নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা।
শপথ গ্রহণকারী উপজেলার নবনির্বাচিত পাঁচ ইউপি চেয়ারম্যান হলেন- মাছুম রেজা (জায়ফর নগর ইউনিয়ন) আনফর আলী (পশ্চিম জুড়ী ইউনিয়ন), আব্দুল কাইয়ুম (গোয়ালবাড়ী ইউনিয়ন), রুহেল আহমদ পূর্ব জুড়ী ইউনিয়ন, আব্দুল নুর (সাগরনাল ইউনিয়ন)।
শপথ গ্রহণ অনুষ্ঠানে জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক উপস্থিত ছিলেন।
Post Views: 193