আনোয়ার হোসেন আকাশ,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে আকঁচা ইউনিয়নে প্রার্থীর সঙ্গে নির্বাচনী প্রচারণায় সে ইউনিয়নে নির্বাচনী কেন্দ্রের দায়িত্ব পাওয়া একজন সহকারী প্রিজাইডিং অফিসারকে দেখা গিয়েছে।এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা হচ্ছে।
সহকারী প্রিজাইডিং অফিসারের নাম কৃষ্ণচন্দ্র মালাকার। তিনি আকঁচা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাংরাই পুকুর শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্ব পেয়েছেন।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সদর উপজেলার আকচা ইউনিয়নের নৌকা প্রার্থী সুব্রত কুমার বর্মণের বিভিন্ন প্রচারণায় তাকে দেখা যায়। একই দিন কৃষ্ণচন্দ্র মালাধার সহ আরও তিন প্রিজাইডিং অফিসারের বিষয়ে লিখিত আবেদনে রিটার্নিং কর্মকর্তার কাছে আপত্তি জানিয়েছেন সেই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সালাইউদ্দিন বাদশা।
আপত্তি করে আবেদন করা অন্য তিনজন হলেন, আকচা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আব্দুল রশিদ মহাবিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং এর দায়িত্ব পাওয়া শান্তানু সেন, ৪নং ওয়ার্ডের দক্ষিণ বঠিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং এর দায়িত্ব পাওয়া জয়ন্ত কুমার রায় ও ৫ নং ওয়ার্ডের পণ্ডিত সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের শঙ্কর রায়।
এদিকে কৃষ্ণচন্দ্র মালাধারের সঙ্গে নৌকার প্রার্থী সুব্রত চেয়ারম্যানের প্রচারণায় অংশ নেওয়ার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর জেলাজুড়ে আলোচনা-সমালোচনার শুরু হয়।
এ ব্যাপারে কৃষ্ণচন্দ্র মালাধারের সঙ্গে আলাপকালে তিনি প্রথমে জানান,পাওনা টাকা আনতে পিয়েছিলেন কিন্তু প্রচারণায় অংশ নেননি। পরে আবার বলেন,আগে প্রচারণায় গিয়েছি। কিন্তু এখন যাইনা। কালরাতেও তারা আমাকে ডাকতে এসেছিলো। কিন্তু আমি যাইনি।
এই বিষয়ে নৌকার প্রার্থী সুব্রত কুমারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কিছু বলতে রাজি হননি।
আপত্তিপত্র পাওয়ায় বিষয়টি নিশ্চিত করে আকঁচা ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা শরিফুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর থেকেই খোঁজ নেওয়া শুরু করেছি। খোঁজ নিয়ে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে।