সারোয়ার হোসেন,তানোর প্রতিনিধিঃ রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার আওতাধীন ডাসকোর পুকুর খননে পুকুর চুরিসহ মাটি বানিজ্যের অভিযোগ উঠেছে। শুধু তাই অনিয়ম ভাবে পুকুরের কাদা মাটি ট্র্যাক্টর বা হেরোতে করে বহন করার জন্য রাস্তায় মাটি পড়ে চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। ফলে ডাসকো ও পৌর মেয়র সাইদুর রহমানের এমন কর্মকান্ডে ক্ষুব্ধ হয়ে পড়েছেন এলাকাবাসী। মুন্ডুমালা বাজার পার হয়ে উত্তর পাড়ায় ঘটছে পুকুর চুরির ঘটনা।ফলে দ্রুত মাটি বানিজ্য বন্ধ করার আহবান জানিয়েছেন স্হানীয় বাসিন্দারা।
জানা যায় বেসরকারী সংস্থা ডাসকো পুকুর খননের জন্য বরাদ্দ দেন।পুকুর খনন কাজটি টেন্ডারের মাধ্যমে হওয়ার নিয়ম থাকলেও কোন ধরনের দরপত্র ছাড়াই মেয়র সাইদুর রহমান নিজেই করছেন কাজ বলে নিশ্চিত করেন পৌরসভার দায়িত্ব রত ডাসকো কর্মকর্তা শাহানাজ।তিনি আরো জানান কে কাজ করছে কিভাবে করছে এটা মেয়র বলতে পারবেন।মাটি বিক্রি করা যায় কিনা এবং কাজের শুরুতে কত টাকার কাজসহ ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম যাবতীয় তথ্য দিয়ে সাইনবোর্ড দেওয়া নাই কেন জানতে চাইলে তিনি জানান,আমরা সঠিক কাজ বুঝে পেলেই হল বলে এড়িয়ে যান।
মেয়র সাইদুর রহমানের কাছে এসব বিষয়ে জানতে চাইলে তেমন কিছু না বলে শুধু বলেন মাটি বহন করতে নিষেধ করা হয়েছে বলে তিনিও এড়িয়ে যান।
স্থানীয়রা জানান,ডাসকোর পুকুর খননের আগে যাবতীয় তথ্য দিয়ে সাইনবোর্ড দেওয়া হত।কিন্তু এখানে কোন কিছুই নাই।পৌর মেয়র ও ডাসকো যোগসাজশে পুকুর খননের নামে চুরি করছেন।তারা তো ঠিকাদারের নাম বলবেনা। কারন মেয়র হয়তো নিজেই করছে।তাছাড়া মেয়র পুত্র মাঝে মাঝেই দেখভাল করতে আসবে কেন।আর এত পুকুর রেখে বিএনপি নেতার পুকুর খননের রহস্য কি। ডাসকোর পুকুর খননে কোনভাবেই মাটি বিক্রি করা যাবেনা।
মুন্ডুমালা পৌরসভার বাসিন্দা আরিফ রায়হান তপন,বদিউজ্জামান নয়ন,সিজার,মমিনসহ অনেকে জানান আমরাও মনে করছি মেয়র তার নিজস্ব লাইসেন্স না হলে কোন নিকটতম ব্যক্তির মাধ্যমে অনিয়ম ভাবে পুকুর খনন করছেন।তা না হলে কাজের সাইনবোর্ড দিবেনা কেন।আর পুকুরের মাটি বিক্রি করতে গিয়ে রাস্তার সর্বনাশ করছে।আমাদের অনুরোধ সঠিক ভাবে কাজ সম্পন্ন করার জন্য স্হানীয় সাংসদ ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেন তারা।