শিরোনাম
উল্লাপাড়ায় ইয়াবাসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। দুর্গাপুরে জামায়াতে ইসলামীর আয়োজনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট প্রশিক্ষণ। ডিমলায় বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। গাঁজায় চলম ধ্বংসষজ্ঞ ও প্রানহানীর প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ। গাঁজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ মিছিল। ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল। ইহুদীদের সাথে হযরত মুহাম্মদ (স.) জামাকে তুলনা করায় মৌলভীবাজারে প্রতিবাদ। কালিয়াকৈর চাপাইর তুরাগ নদীতে বৃদ্ধের লাশ উদ্ধার। উল্লাপাড়ায় শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা অভিযোগ। উল্লাপাড়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ।
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন

সিরাজগঞ্জে মোস্তফা কামাল উদ্ভাবিত প্রথম ডিজিটাল ডাস্টবিনের উদ্বোধন।

রিপোটারের / ২০৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ হতে বহুল প্রচারিত দৈনিক যমুনা প্রবাহের সম্পাদক ও প্রকাশক ও তারা ইস্পাত ও শিল্প প্রকৌশল সংস্থার স্বত্বাধিকারী ও বিশ্বের প্রথম ডিজিটাল ডাস্টবিনের উদ্ভাবক মোস্তফা কামাল উদ্ভাবিত ডিজিটাল ডাস্টবিনের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ পৌর এলাকার মুজিব সড়কে (ভাসানী কলেজের সামনে) “নগর সাফ সৌধ” নামে এই ডাস্টবিনের উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মুনীর হোসেন ও পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।

মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মুনীর হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবু বকর ভুইয়া, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, পৌরসভার প্যানেল মেয়র-১ নুরুল হক নুরু ও ডিজিটাল ডাস্টবিনের উদ্ভাবক দৈনিক যমুনা প্রবাহর সম্পাদক মোস্তফা কামাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করে যমুনাপ্রবাহ.কম এর সম্পাদক ও বাংলানিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন চন্দ্র দাস।

এছাড়াও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালাম, মেডিকেল অফিসার ডাঃ একে, এম ফরহাদ হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, সিনিয়র সাংবাদিক বাবু ইসলাম, আমিনুল ইসলাম খান রানা, ইসমাঈল হোসেন,হীরকগুণ,দিলীপ গৌর,ডেইলি মর্নিং অবজারভারের জেলা প্রতিনিধি রফিউল আলম বাবুল,দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি আজিজুর রহমান মুন্না সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ,পৌর কাউন্সিলর রুমানা রেশমা,স্বপ্না হাবিব,তাহমিনা হোসেন সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ,কর্মকর্তাবৃন্দ এবং দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মমিন তারা,জুয়েলারী মালিক সমিতির সাধারণ সম্পাদক গোবিন্দ কর্মকার,বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ মতি,জাবিদ জামান জ্যোতি,প্রফেসর আতাউর রহমান বরাত,প্রভাষক উত্তম কুমারসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত,সাংবাদিক মোস্তফা কামাল উদ্ভাবিত ও তারা মটর ও শিল্পযন্ত্র প্রকৌশল সংস্থায় নির্মিত নগর সাফ সৌধ(ডিজিটাল ডাস্টবিন) মেশিনটি নির্মাণ করা হয়েছে।

মেশিনটি নগর পরিস্কারে একেবারে সহজ করে দেবে। একজন কর্মী একটি ড্রাম ট্রাক নিয়ে দ্রুত শহরের সমস্ত আবর্জনা অপসারণ করতে পারবেন। সম্পূর্ণ পরিবেশ বান্ধব স্বয়ংক্রিয় নগর পরিস্কার ব্যবস্থা গড়ে তুলতেই এটি নির্মাণ করা হয়েছে বলে উদ্ভাবক মোস্তফা কামাল জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর