মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন

সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ।

রিপোটারের / ১৫৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

সিরাজগঞ্জ প্রতিনিধিঃসিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলাধীন ১৭টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২২ ডিসেম্বর)সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ।
শপথ নেয়ার পরে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।

শপথ অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন,জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মণ্ডল,প্রেসক্লাবে সভাপতি হেলাল আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন ।

শপথ বাক্য পাঠ অনুষ্ঠান সঞ্চালনায় করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানি।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন নব নির্বাচিত চেয়ারম্যানগণকে তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে হবে।পরে প্রধান অতিথি ফুল দিয়ে নব নির্বাচিত সকল চেয়ারম্যানগণকে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য সিরাজগঞ্জ সদর উপজেলার ৮ জন ও রায়গঞ্জ উপজেলার ৯ জন নব নির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর