জিতু আহমদ,ওসমানীনগর প্রতিনিধিঃ আসন্ন ষষ্ঠ ধাপের ইউনিয়ন নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই সিলেটের ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে মনোনয়ন প্রত্যাশীরা নড়েচড়ে বসেছেন। দলীয় প্রতিক পেতে তফসিল ঘোষনার পর থেকেই চালিয়ে যাচ্ছেন দৌড়ঝাঁপ।
দলীয় প্রার্থী বাছাই করতে ইতিমধ্যে তৃণমূলের নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে ওসমানীনগরে। তৃণমূলের নির্বাচনে যারা এগিয়ে রয়েছেন মনোনয়ন নিশ্চত করতে এখন তারা হয়েছেন কেন্দ্রমুখী। দলীয় মনোনয়ন নিশ্চিত করতে ঢাকায় অবস্থান করছেন তৃণমূলে পিছিয়ে পরা একাধিক প্রার্থীরাও। দলীয় ও স্থানীয় একাধিক সূুত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, আসন্ন ষষ্ঠ ধাপের ইউনিয়ন নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীদের জন্য আগামী ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে ২৫ ডিসেম্বর শনিবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নের আবেদপত্র ফরম সংগ্রহ ও জমা প্রধানের তারিখ নির্ধারণ করা হয়েছে। তাই দলীয় ফরম সংগ্রহ ও জমাদানে কেন্দ্রমুখী হয়েছেন তৃণমূলে এগিয়ে থাকা প্রার্থীরা। পিছিয়ে পরা প্রার্থীরাও মনোনয়ন নিশ্চত করতে ঢাকায় অবস্থান করে চালিয়ে যাচ্ছেন জুর লবিং।
জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৮টি ইউনিয়নের প্রত্যেক ইউনিয়নে একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন পাওয়ার জন্য প্রচারণা শুরু করেছেন। তফসিল ঘোষনার পর পরই একাধিক আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন পেতে কেন্দ্র মুখী হয়েছেন। নৌকা প্রতীকের একই ইউনিয়নে একাধিক প্রার্থী থাকায় প্রার্থী বাছাইয়েও হিমশিমে ছিলেন দায়িত্বশীরা। মঙ্গলবার দুপুরে উপজেলার একটি কমিউিনিটি সেন্টারে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য বিশেষ বর্ধিত সভায় তৃণমূলের মতামত নিতে গোপন ভোটের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। একটি ইউনিয়নে একক প্রার্থী ছাড়া বাকি ৭ ইউনিয়নে একাধিক প্রার্থী থাকায় সমঝতা না হওয়ায় অনুষ্ঠিত হয় তৃণমূলের ভোট।
তৃণমূলের গোপন ভোটে এগিয়ে যারা: উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নে আওয়ামী লীগের একক প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য পীর মজনু মিয়া, তাজপুর ইউনিয়নে যুক্তরাজ্যের লন্ডন মহানগর যুবলীগের সধারণ সম্পাদক ফয়সল হোসেন সুমন, উমরপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুকিদ মিয়া, দয়ামীর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিরণ মিয়া, সাদিপুর ইউনিয়নে আওয়ামী লীগ নেতা শাহজাহান আলী, উসমানপুর ইউনিয়নে সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদ ওয়ালী উল্যাহ বদরুল, পশ্চিম পৈলনপুর ইউনিয়নে প্রবাসী আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান এবং বুরুঙ্গা ইউনিয়নে ৪ প্রার্থীর মধ্যে ২জন প্রার্থী সমান ভোট পেয়েছেন তারা হলেন, আখলাকুর রহমান ও শানুর মিয়া।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু বলেন, উপজেলার প্রতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা গোপন ভোটের মাধ্যমে নিজ নিজ ইউনিয়নের দলীয় চেয়ারম্যান প্রার্থীর বিষয়ে রায় প্রদান করেছেন। খুব দ্রুত প্রার্থীদের তালিকা জেলা আওয়ামী লীগের মাধ্যমে কেন্দ্রীয় নীতিনিধারকদের কাছে পাঠানো হবে। পরবর্তীতে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন বোর্ড থেকে দলীয় প্রার্থী মনোনিত করা হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন রাখা হয়েছে ৩ জানুয়ারি। বাছাই ৬ জানুয়ারি। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি। ভোট গ্রহন হবে ৩১ জানুয়ারি।