মৌলভীবাজার প্রতিনিধিঃ আন্তর্জাতিক শিশু উন্নয়ন সংস্থা “কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এর সহযোগিতায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে জাঁকজমকপূর্ণ ভাবে বড়দিনের পূর্ব প্রস্তুতি প্রাক-বড়দিন অনুষ্ঠান ও বার্ষিক বিভিন্ন উপহার বিতরণ করা হয়।
বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে বড়লেখা উপজেলা অধীনে সাত নম্বর খাসি পুঞ্জিতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রকল্প ব্যবস্থাপক টারজেন পাপাংয়ের সঞ্চালনায় ও প্রকল্পের চেয়ারম্যান প্রবীণসন সুছিয়াংয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাত নম্বর পুঞ্জির সেক্রেটারি পাইলট মারলিয়া, ১০ নং দক্ষিণভাগ ইউপি’র ৫ নং ওয়ার্ড সদস্য সমিরন মুন্ডা, সাবেক ইউপি সদস্য ডেভিড পাপাং, পাথারিয়া বাগান পঞ্চায়েত সভাপতি মোহনলাল রিকমুন, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার বড়লেখা প্রতিনিধি মোস্তফা উদ্দিন প্রমূখ।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। প্রাক-বড়দিনের কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন ইউএনও। এসময় প্রকল্পের শিশু দেশাত্মবোধক নৃত্য ও ঐতিহ্যবাহী খাসি নৃত্য পরিবেশন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, শিক্ষার ক্ষেত্রে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি এনজিও সংস্থা কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন উন্নয়নমুলক কাজের জন্য তিনি কম্প্যাশন সংস্থাকে সাধুবাদ জানান। তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমারা ভালভাবে পড়াশোনা করবে। তবেই জীবনে সাফল্য অর্জন করতে পারবে। আর যারা তোমাদের সাহায্য সহযোগিতা ও সাপোর্ট করছেন তাদের পরিশ্রম সার্থক হবে। তিনি আরও বলেন, যে কোন ধরনের সহযোগিতা প্রশাসন আপনাদের পাশে আছে।
অনুষ্ঠান শেষে চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রাম (সিএসপি) ১৫ শিশুর পরিবারের মাঝে ১টি করে চায়ের ফ্লাক্স, জগ, বালতি, গরম জামা, চাদর ও ১৯৩ শিশুর জন্য নগদ অর্থ প্রদান করা হয়।