শাহরিয়ার আহমেদ শাকিল বড়লেখা(সিলেট)প্রতিনিধিঃ সিলেটের বরলেখা উপজেলায় দুরন্ত মেধাবী ছাত্র সংসদ এর উদ্যোগে স্কুলের শিক্ষার্থীদের নীয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুরুন্ত মেধাবী ছাত্র সংসদ বড়লেখা উপজেলা শাখার চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল লতিফ, পৌরসভা শাখার চেয়ারম্যান আকিফ ইব্রাইম,পৌরসভা শাখার ভাইস চেয়ারম্যান হাসান আহমেদ,পৌরসভা শাখার সাংগঠনিক সাব্বির আহমেদ,সদস্য আশরাফ মাহমুদ রাহি, তাহারাত প্রমুখ।
এ সময় সংসদের চেয়ারম্যান মোহাম্মাদ আব্দুল লতিফ প্রধান অতিথির বক্তব্যে বলেন, সত্যি কারের সোঁনার বাংলাদেশ গড়তে হলে প্রথমে এ দেশের ছাত্র সমাজকে সোঁনার মানুষ হিসাবে গড়ে তুলতে হবে।
পড়াশোনার পাশাপাশি সমাজের সামাজিকতা বজায় রাখতে সমাজের কাজে এগিয়ে আসতে হবে। মেধার রাঁজ্যে সবচেয়ে জ্ঞানী হতে হবে। পিতামাতার স্বঁপ্নকে বাস্তবায়ন করার জন্য প্রচুর পড়াশোনা করতে হবে।পাশাপাশি নিজের নীতি নৈতিকতাকে ও সুন্দর ভাবে গড়ে তুলতে হবে। সমাজের যেখানে সত্যের কথা বলা হবে,ন্যায় এবং ইনসাফের কথা বলা হবে তাদের পাশে দাড়াঁতে হবে। এবং ভালো বন্ধু নির্বাচন করতে হবে, ভালো ও চরিত্রবান ছাত্রদের বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে।