গোলাম রব্বানী শিপন,বিশেষ প্রতিনিধিঃ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২২ ডিসেম্বর বুধবার বগুড়ার শিবগঞ্জের উপজেলা ও পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
টানা ১১ বছর পর এই সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।মুলত বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
এরই ধারাবাহিকতায় আজ বুধবার ২২ ডিসেম্বর বিকাল ৩ টার সময় উপজেলার উথলী উচ্চ বিদ্যালয় মাঠে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে উপজেলার ১২টি ইউনিয়নের ৭১ জন করে ৮৫২জন কাউন্সিলর উপস্থিত থাকবেন। তারা উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পদের জন্য নেতা নির্বাচিত করবেন। পাশাপাশি শিবগঞ্জ পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের ৭১ জন করে ৬৩৯ জন কাউন্সিলর সম্মেলনে উপস্থিত থেকে তারা পৌর বিএনপির সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পদের জন্য নেতা নির্বাচিত করবেন। উপজেলা বিএনপির কাউন্সিলের জন্য ৬’শ ডেলিকেট ও পৌর বিএনপির কাউন্সিলের জন্য ৪’শ ডেলিকেট উপস্থিত থাকবেন। বিগত ২০১০ সালে শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল।
সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাস্টার আব্দুর রাজ্জাক সভাপতিত্ব করবেন। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘স্থায়ী কমিটির’ একজন সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী গয়েশ্ব চন্দ্র রায়।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন,জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন,বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন,বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু,বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন এমপি ও জেলা বিএনপির সদস্য এম আর ইসলাম স্বাধীনসহ কেন্দ্রীয়,জেলা,উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহে আলম বলেন, বগুড়া জেলায় এই প্রথম শিবগঞ্জ উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে জাতীয় স্থায়ী কমিটির নেতা উপস্থিত থাকছেন।
সম্মেলনের মাধ্যমে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণের দাবি থাকবে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন ও তড়িৎ বিদেশে চিকিৎসা নিশ্চিত করা।