সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। ২০ ও ২১ ডিসেম্বর দু’দিনব্যাপি বিজ্ঞান মেলা শহরের ভিক্টোরিয়া হাইস্কুল মাঠে বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন এবং অনু্ষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বি।
উক্ত বিজ্ঞান মেলা সদর উপজেলার স্কুল কলেজের শিক্ষার্থীদের উদ্ভোবনী প্রজেক্টর প্রদর্শন করে। সিরাজগঞ্জ সদরের প্রতিষ্ঠিত মাধ্যমিক স্কুলগুলোর মধ্যে রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রী কলেজ,বিএল সরকারি উচ্চ বিদ্যালয়, সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ভিক্টোরিয়া হাইস্কুল, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়,জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়,মল্লিকা ছানাউল্লাহ আনছারী উচ্চ বিদ্যালয়,এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ সহ মোট ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেলায় অংশগ্রহণ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগতবক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা।বিশেষ অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) এস,এম রবিন শীর্ষ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাসনা প্রমুখ।
দু’দিনব্যাপি বিজ্ঞান মেলার প্রজেক্ট প্রদর্শনীর ও শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতার বিচারক কমিটির মধ্যে ছিলেন,সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাফা সাদরিয়া, ভিক্টোরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম, সিরাজগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ রেজাউল করিম, ইসলামিয়া সরকারি কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক আবু তালহা প্রমুখ।
অনু্ষ্ঠানটি সঞ্চালনা করেন মল্লিকা ছানাউল্লাহ আনছারী উচ্চ বিদ্যালয়ের মোঃ সোহেল রানা, সহকারি শিক্ষক(গণিত)।
উদ্বোধনী অনু্ষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি স্টলগুলো পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক আলোচনা করেন।
এ সময় তিনি আরো বলেন, শিশু-কিশোর ও তরুণদের প্রযুক্তিগত ও উদ্ভাবনী মনোভাব বিকাশের জন্য এগিয়ে আসতে হবে। বেশী স্মার্ট ফোন ব্যবহারে আসক্তি হওয়ায় পড়াশুনার ক্ষতিও হচ্ছে।