মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন

বীর নিবাসেই শেষ নিশ্বাস ত্যাগ করতে চান বীর মুক্তিযোদ্ধা পিয়ার আলী !

রিপোটারের / ১৮৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

আনোয়ার হোসেন আকাশ,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

মহান স্বাধীনতাযুদ্ধের নায়ক বীর মুক্তিযোদ্ধা পিয়ার আলী। স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে নিয়ে মাটি দিয়ে তৈরি বাড়িতে থাকতেন। আবাদি জমির পরিমাণ খুবই কম। ৫-৬ বছর ধরে তিনি অসুস্থ। ফলে কাজ করতে পারছেন না তিনি। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার টাকায় চলছে চিকিৎসা ও সংসার। তবে সরকারের দেওয়া বীর নিবাস পাচ্ছেন পিয়ার আলী। সেই নিবাসেই শেষ নিশ্বাস ত্যাগ করতে চান তিনি।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের নাগেশ্বরী গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা পিয়ার আলী। ছেলেকে নিয়ে ছুটে এসেছেন বীর নিবাস নির্মাণে ঠিকাদার বাছাই প্রক্রিয়া দেখতে। সম্প্রতি উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বীরনিবাস নির্মাণ করে দিচ্ছেন। এই নিবাস এই বয়সে আমার জন্য অনেক বড় পাওয়া। বীরনিবাসেই আমি শেষ নিশ্বাস ত্যাগ করতে চাই। তাই তো দ্রুত নির্মাণকাজ শুরু করার জন্য ঠিকাদার, ইউএনও ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বলেছি।’

বীর মুক্তিযোদ্ধা পিয়ার আলীর মতো ১২ বীর মুক্তিযোদ্ধা মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্প’ এর আওতায় বীর নিবাস পাচ্ছেন।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেন বলেন, কোন ইট নেবেন, কোন ব্র্যান্ডের সিমেন্ট দিয়ে তিনি নিজের ঘর নির্মাণ করে নেবেন, সেটিও যেন ঠিকাদারি প্রতিষ্ঠান গুরুত্ব দেয়। আমরা সেভাবে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলেছি। বীরনিবাস নির্মাণে কোনো ধরনের অনিয়ম মানা হবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর